• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে কৃষকদের ধান সংগ্রহের তালিকায় অনিয়ম

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

রামপালে প্রকৃত কৃষকদের তালিকা ভূক্তকরনে নানা অনিয়মের অভিযোগে পাওয়া গেছে, এ ঘটনায় প্রকৃত কৃষকরা প্রতিবাদ সমাবেশ করেছে। জানাগেছে, সরকারীভাবে আমন ধান সংগ্রহের লক্ষে প্রকৃত কৃষকদের তালিকাভূক্ত করে লটারীর মাধ্যমে ধান সংগ্রহের কথা রয়েছে। এজন্য উপজেলার সদর ইউনিয়নে তালিকা চুড়ান্তকরণ ও লটারীর মাধ্যমে ধান সংগ্রহের লক্ষে কৃষকদের ডাকা হয়। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানষ কুমার দাস ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে সমন্বয় না করে তড়িঘড়ি করে একটি ত্রুটিপূর্ণ তালিকা তৈরী করেন। এতে স্থানীয় কৃষক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পরিষদের সদস্যবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রকৃত তালিকা প্রনয়নের দাবি জানান।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মানষ কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি কোন সদ্যুত্তোর দিতে পারেননি। অভিযোগের বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দায়সারা গোছের কাজ করেছেন। এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডলের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত কৃষকদের নামের তালিকা তৈরী করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা