• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে গৃহবধুকে শ্লীলতাহানীর ঘটনায় মামলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

রামপালে গৃহবধুকে মারপিট, শ্লীলতাহানী ও স্বর্ণালংকার লুটের ঘটনায় বাগেরহাট এর বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের হয়েছে। মামলাটি করেন নির্যাতিতা গৃহবধু মনিরা বেগম। জানাগেছে, উপজেলার কামরাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী গৃহবধু মনিরা বেগমকে একই এলাকার প্রতিবেশী মোঃ হাসান শেখ দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এ ঘটনা হাসানের পিতা আব্দুল হাইকে জানালে গত ৭ ডিসেম্বর শনিবার মনিরা বেগমকে বেদম ভাবে বাড়িতে ফেলে বেধড়ক মারপিট করে আহত করে।

এ সময় গৃহবধুকে শ্লীলতাহানী ও স্বর্ণালংকার লুট করে নেয়। আহত গৃহবধুকে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রামপাল থানায় একটি অভিযোগ দিলেও থানা কোন ব্যবস্থা না নেওয়ায় ওই গৃহবধু নিরুপায় হয়ে বাগেরহাট আদালতে মামলা করেন। অভিযোগের বিষয়ে হাসান শেখের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন ওই মহিলা আমার পিতা ও মাতাকে মারপিট করে উল্টো আমাদের নামে মামলা দিয়েছেন।

 

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা