• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮  

রামপালে সাংগঠনিক দূর্বলতার কারনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধীক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ঘটনায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাপা ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা নেতৃবৃন্দের দলীয় কর্মকান্ড সচল না থাকায় এবং দলকে কুক্ষিগত করে রেখে ব্যক্তি সুবিধা ভোগ করায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে দূরত্বের সৃষ্টি হয়েছে।

 

বিগত সময়ে রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের নামে বিভিন্ন মিথ্যা ও হয়রানীমূলক মামলা-হামলার ঘটনায় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থদের সহযোগীতা না করায় এবং খোজ-খবর না নেওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রামপালের নেতাকর্মীরা তুহিন গ্রুপ ও মজনু গ্রুপে বিভক্ত ছিলেন।

 

পরবর্তীতে বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ দুই গ্রুপকে এক করে একটি কমিটি করেন। ওই কমিটি ও বেশ কিছুদিন দিধাবিভক্ত থাকায় নেতাকর্মীদের সাথে দুরত্বের সৃষ্টি হয়। এরপর যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠন গুলো অপূর্ণাঙ্গ থাকায় এবং দলের দূর্বল নেতৃত্বের কারনে বেশ পিছিয়ে পড়ে ওই দলটি। এতে প্রতিপক্ষ রাজনৈকিত দল কৌশলে বিএনপি নেতাকর্মীদের তাদের দলে সহজেই ভেড়াচ্ছে।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিনের সাথে তার মুঠোফোনে কথা হলে, তিনি বলেন, সাংগঠনিক দূর্বলতার কারনে নয়। নেতাকর্মীদের নামে মামলা থাকায় তারা বাচার জন্য আওয়ামী লীগে যোগদার করেছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজনু একই কথা বলেন , রামপাল সদর ওয়ার্ড পর্যায়ের কিছু কিছু নেতাকর্মী যারা দীর্ঘদিন নিষ্ক্রীয় ছিল এবং কোন পদে ছিল না তারাই হামলা-মামলা থেকে বাচতে আওয়ামী লীগে যোগদান করেছেন তবে তারা উপজেলা পর্যায়ের কোন নেতা কর্মী নয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা