• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী সমাবেশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

বাগেরহাটের রামপাল’র রাজনগর ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বুধবার বিকাল ৩.৩০ মিনিটে রাজনগর এলাকায় এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজনগর ইউপি চেয়ারম্যান আঃ হান্নান ডাব্লু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক। সম্মানিত অথিতি ছিলেন বাগেরহাট-৩ আসনের নৌকার প্রার্থী হাবিবুন নাহার। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ, আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, আওয়ামীলীগ সাধারন সম্পাদক জামিল হাসান জামু, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, শেখ সাদী সহ নেতৃবৃন্দ। জনসভায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও এলাকার সর্বসাধারন জনসভায় অংগ্রহন  করেন। এর আগে সকালে রামপালের গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট স্কুল মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র। সম্মানীত অতিথি হাবিবুন নাহার তার বক্তব্যে বলেন যে, স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলো কখনও দেশের ভাল চায় না। বাংলাদেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে , তখন স্বাধীনতা বিরোধী অপশক্তি গুলো এক হয়ে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যেতে চাইছে। তিনি বলেন যে, বাংলাদেশ এখন আর কারো করুনার উপর নির্ভর করেনা। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডের। তিনি আরো বলেন যে, তার নির্বাচনী এলাকা রামপাল-মোংলা এক সময় অনুন্নত ও বিচ্ছিন্ন এলাকা বলে পরিচিত ছিল। আজকে আওয়ামীলীগের নেতৃত্বে এ এলাকা এখন বিশ্ব পরিচিতি লাভ করেছে। রামপাল-মোংলা এখন একটি উন্নত এলাকায় পরিনত হয়েছে। এ সরকারের আমলে মৃত প্রায় মোংলা বন্দর সচল হয়েছে এবং এখন বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এ এলাকায় ইপিজেড গড়ে তোলা হয়েছে যেখানে হাজার হাজার অসহায় মহিলাদের কর্মসংস্থানারে সুযোগ সৃষ্টি হয়েছে। পাশপাশি এ ইপিজেড দেশের রপ্তানী আয়ে বড় ভূমিকা রাখছে। মোংলা বন্দর ,ইপিজেড এবং অর্থিৈতক অঞ্চল ঘিরে এ এলাকায় অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে যার ফলে এ এলাকায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের বর্তমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য জনগনকে আবারো নৌকায় ভোট দিয়ে জনত্রেী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা