• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে সরকারিভাবে লটারীর মাধ্যমে ধান ক্রয় শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

রামপালে সরকারিভাবে লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়ন খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের সভাপতিত্বে ধান ক্রয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারি কর্মকর্তা মোঃ আব্দুর সোবহান সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, জেলা প্রশিক্ষন অফিসার দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, উপজেলা খাদ্য পরিদর্শক ঝুমুর দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত ও গৌরম্ভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য উপজেলার দশ ইউনিয়ন থেকে লটারীর মাধ্যমে ৩৪৯৮ জন কৃষকদের মধ্য থেকে ৬৯০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে ওসিএলএসডি ঝুমুর দাস নিশ্চিত করেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা