• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রায়গঞ্জে স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী মোতালেব হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার সোনাখড়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্ত্রী শানু খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসিড দগ্ধ শানু একই উপজেলার আমশড়া গ্রামের আশরাফ আলী প্রামাণিকের মেয়ে।    

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন জানান, দুই বছর আগে মোতালেব হোসেন শানুকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ অবস্থায় মোতালেব এসিড এনে ঘরে লুকিয়ে রাখে। শুক্রবার ভোরে ফের উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শানুর শরীরে এসিড নিক্ষেপ করে মোতালেব। এ সময় শানুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পালিয়ে যাওয়ার সময় মোতালেবকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পরেই পুলিশ পাঠিয়ে মোতালেবকে আটক করে থানাহাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা থানায় মামলা হয়েছে।
 
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, এসিড দগ্ধ শানুর মুখমণ্ডলের অধিকাংশ ঝলছে গেছে। তার চিকিৎসা চলছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা