• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে। এমনই নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এতদিন শুধুমাত্র আইওএস ও অ্যানড্রয়েড মোবাইল থেকেই হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কল করা যেত।

নতুন ফিচার এখনো সকল গ্রাহকদের সামনে আসেনি। যদিও হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন ২.২০৪৩.৭-এ এই ফিচার দেখা গেছে। সম্প্রতি ডব্লিউএবিটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, নতুন ফিচারে ওয়েব ক্লায়েন্ট ব্যবহার করে যে কোন ব্রাউজার থেকে ভয়েস ও ভিডিও কল করা যাবে।

ইনকামিং কলে পপ আপ নোটিফিকেশন ভেসে উঠবে। সেখানেই কল গ্রহণ অথবা কেটে দেওয়ার অপশন থাকবে। আউটগোয়িং কলে ভেসে উঠবে একটি পৃথক স্ক্রিন। সেখানে কল শেষ করা ও মাইক্রোফোন মিউট করার বাটন দেখা যাবে।

জানা গেছে, এখন পরীক্ষামূলক ভাবে এই ফিচার নির্বাচিত গ্রাহকের কাছে পৌঁছবে। নতুন ফিচারে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

এতদিন শুধুমাত্র অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকেই হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল করা যেত। নতুন ফিচারে কম্পিউটার থেকেও হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে মেসেজ পাঠানোর সঙ্গে ভয়েস ও ভিডিও কল করা যাবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা