• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মে ২০২০  

শরণখোলার সাউথখালী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারকে চাল ও শুকনো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার বিকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামে আনুষ্ঠনিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম। এসময় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিত সরকার উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিত সরকার জানান, আম্পানের আঘাতের পরে বাগেরহাট জেলার দায়ীত্বপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ মমিনুল হক ও জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ সাউথখালীর ক্ষতিগ্রস্থ মানুষের জন্য স্পেশালভাবে ২০ মেট্রিক টন চাল বরাদ্ধ করেন। তা থেকে এক হাজার পরিবারকে ২০ কেজি করে চাল ও শুকনো খাবার দেয়া হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা