• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় করোনা আক্রান্ত সন্দেহে একজন আইসোলেশনে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

বাগেরহাটের শরণখোলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ষাটোর্ধ এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। তিনি গত ১১ দিন আগে ভারত থেকে বাড়ি ফেরেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে মহাখালীর রোগতত্ত্ব নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ আইসোলেশন সেন্টারে রাখার পরামর্শ দেওয়া হয়। আইসোলেশনে তাকে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই ব্যক্তি সম্পর্কে অবগত আছেন জানিয়ে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, উপজেলায় করোনা প্রতিরোধে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা