• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় ছিলো সুনশান নিরবতা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন বাগেরহাটের শরণখোলায়ও ছিল একপ্রকার সুনশান নিরবতা। পথেঘাটে মানুষজনের উপস্থিতি ছিল খুবই কম। ওষুধ, তরিতরকারি, মাছ-মাংসের দোকানে ক্রেতা দেখা গেলেও তাও হাতেগোণা। বাজারের কিছু নিত্যপ্রয়োজনীয় দোকানপাট আংশিক খোলা থাকতে দেখা যায়।

এছাড়া অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছেন ব্যবসায়ীরা। কেউ খোলার চেষ্টা করলেও উপজেলা প্রশাসন ও পুলিশি টহলের কারণে তা পারছেন না। তবে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা জেল জরিমানার খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের বাইরে ইউনিয়ন পর্যায়ের বাজার এবং গ্রামগঞ্জের ছোট বাজারগুলোতে অন্যবারের তুলনায় এবারের লকডাউন অনেকটা গুরুত্বের সঙ্গে পালন করছেন ব্যবসায়ীরা। ওই সমস্ত হাট-বাজারেও মানুষের উপস্থিতি কমে গেছে।

ধানসাগর ইউনিয়নের ৪নম্বর বাধাল ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, তাদের গ্রামের মোল্লার বাজারের ব্যবসায়ীরাও এবারের লকডাউন পালন করছেন। ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাসির হাওলাদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সুন্দদরবন সংলগ্ন তাদের বান্দাঘাটা বাজারে করোনার শুরু থেকে কোনোদিন দোকানপাট বন্ধ হয়নি। কিন্তু এবার অনেক দোকান বন্ধ এবং আংশিক খোলা থাকতে দেখা গেছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, করোনা সম্পর্কে মানুষ এবার অনেক সচেতন। করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউন অনেকটা গুরুত্বের সাথে মেনে চলছেন তারা। প্রশাসনও সচেষ্ট রয়েছে এব্যাপারে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা