• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় পানি সংকট নিরসনে ছাত্রলীগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০  

সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বাগেরহাটের শরণখোলা ছাত্রলীগ। রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের খেলার মাঠে (বড় মাঠ) দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা দুটি নলকূপ সচল করে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জীবন।

উপজেলা সদর রায়েন্দা বাজার ও সংলগ্ন এলাকার হাজারো পরিবারের সুপেয় পানির সমস্যা অনেকটা পুরণ হবে। জনস্বার্থে এই উদ্যোগটি গ্রহণ করায় সাড়া ফেলেছে এলাকায়।
 
ওই ছাত্রলীগ নেতা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে খাবার পানির সংকট চলছে। রমজান মাসে পানির সমস্যা আরো তীব্র হবে। তাই মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নলকুপ দুটি সচল করা হয়েছে। এতে রায়েন্দা বাজার ও পার্শ্ববর্তী এলাকার প্রায় এক হাজার মানুষ উপকৃত হবে।

শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন বলেন, সংকটময় মুহূর্তে নলকূপ দুটি সচল করে ছাত্রলীগ প্রশংসনীয় কাজ করেছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা