• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনে মুজিব বর্ষ উদযাপন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  

শরণখোলার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্থীরচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে মুজিব বর্ষ উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং এর পরে আলোচনা সভা, চিত্রাঙ্কনসহ অন্যান্য কর্মসূচি পালিত হয়।

শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে আব্দুল্লাহ আল সাইদ, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ খানে খান, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের প্রাধান শিক্ষক সুলতান আহমেদ গাজী প্রমূখ।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের শত শত মানুষ অংশ নেয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা