• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক দিলেন জেলা প্রশাসক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ জুন ২০২১  

বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বাড়ি এসে চেক বিতরণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

 

শনিবার বেলা ১১ টায় উপজেলার কদমতলা এলাকার সুনিল শিকারির বাড়ির সামনের বাঁধের উপর বসে ওই চেক বিতরণ করেন তিনি।

 

এসময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীনুজ্জামান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মমতাজ বেগম ও সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দালালদের খপ্পরে পরে আরো ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা যাতে হয়রানি ছাড়া অধিগ্রহণের টাকা হাতে পায় সেজন্য তাদের এলাকায় এসে চেক বিতরন করা হচ্ছে। এছাড়া এখনো যারা অধিগ্রহণের টাকা পাননি তাদের সরাসরি জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কাগজপত্র নিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীনুজ্জামান জানান, ৩৫/১ নং পোল্ডারের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন ও রেগুলেটর নির্মান প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫৩ কোটি ৭৮ লাখ ৫১০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা