• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় ভেজাল সেমাই তৈরীর করায় কারখানা মালিককে জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ মে ২০২০  

বাগেরহাটের শরণখোলায় ভেজাল সেমাই তৈরীর করায় সময় রুবেল হাওলাদার (৩৫) নামের এক কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজারের কাঠপট্টিতে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক সুকুমর চন্দ্র শিকদারকে সাথে নিয়ে বাজারের কাঠপট্টি এলাকায় অভিযান চালানো হয়। অনুমোদনবিহীন ওই কারখানায় নিম্ন মানের ভেজাল সেমাই তৈরী করতে দেখাযায়।

এসময় কারখানার মালিক রায়েন্দা বাজারের মজিবর রহমান হাওলাদারের পুত্র রুবেল হাওলাদারকে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দ করা নিম্নমানের তিন মন খোলা সেমাই নদীতে ফেলে ধ্বংস করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা