• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

মোল্লাহাটে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলায়), বাগেরহাট’র ২য় পর্যায়’র শিক্ষক ও সুপারভাইজারদের ৫দিন ব্যাপি বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় মোল্লাহাট কে,আর কলেজের সভাকক্ষে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বাগেরহাটের সহকারী পরিচালক অগ্রজ কুমার রায় ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা উদয়ন’র নির্বাহী পরিচালক ইসরাত জাহান, পরিচালক শেখ আসাদ, কে,আর, কলেজের অধ্যক্ষ এল, জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান হায়দার মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম আকবর টুটুল, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপানুষ্ঠানিক উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা মেহেদী হামযা ও সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।

উপজেলার ঊনিশ হাজার দুইশ জন ব্যক্তিকে মৌলিক সাক্ষরতা জ্ঞান দানের লক্ষে মোট ছয়শ জন শিক্ষক ও ষোল জন সুপারভাইজারকে এ মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা