• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শিক্ষকদের অনলাইনে সচল থাকার নির্দেশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

প্রাথমিকের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে সর্বক্ষণ সচল থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের বাসার হোমওয়ার্ক নিশ্চিত করবেন শিক্ষকরা।  তাদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকদের সাথে সমন্বয় করবেন স্থানীয় প্রশাসন এবং স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান শিক্ষকরা।  এ অবস্থায় সার্বক্ষণিক আপডেট পেতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ ফোন সচল রাখার জন্য বলা হয়েছে।

একই সঙ্গে ওয়েবসাইট, ইমেইল, ইন্টারনেটের সব সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখার জন্য বলা হয়েছে।  করোনাভাইরাস মোকাবিলায় সবার আন্তরিক সহযোগিতা চান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা