• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শীর্ষে ফিরলো মাইক্রোসফট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

প্রযুক্তি বিশ্বে সেরাদের লড়াইয়ে আবারও শীর্ষে উঠে এসেছে মাইক্রোসফট। এক্ষেত্রে কোম্পানিটি পেছনে ফেলেছে প্রয়াত স্টিভ জবসের গড়ে তোলা কোম্পানি অ্যাপলকে।

রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত শুক্রবার মাইক্রোসফটের সম্পদের বাজারমূল্য অ্যাপলের সম্পদের বাজারমূল্যকে ছাড়িয়ে যায়। আর এর মধ্য দিয়েই ৮ বছর পর আবারও বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয় বিল গেটসের গড়ে তোলা প্রতিষ্ঠানটি।

গত শতকের নব্বইয়ের দশক জুড়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির মর্যাদা নিজেদের করে রাখা মাইক্রোসফটের মাথায় সর্বশেষ এ মুকুট শোভা পায় ২০১০ সালে। এরপর অ্যাপলের কাছে শীর্ষস্থান হারিয়ে বড়সড় পরিবর্তনের ভেতর দিয়ে যায় মাইক্রোসফট। বিল গেটস চেয়ারম্যানের পদ ছেড়ে মাইক্রোসফট থেকে সরে দাঁড়ান। এছাড়া ২০১৪ সালে স্টিভ বলমারের স্থলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দায়িত্ব নেন সত্য নাদেলা। নতুন প্রধান নির্বাহীর নেতৃত্বে চার বছরের কময় সময়েই আবারও শীর্ষে ফিরলো মাইক্রোসফট।

এ বিষয়ে জে গোল্ড অ্যাসোসিয়েটস’র প্রযুক্তি বিশ্লেষক জ্যাক গোল্ড বলেন, 'এ মুহূর্তে মাইক্রোসফট সব প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে রয়েছে।'

মাইক্রোসফট তার ব্যবসা বহুমুখী করাসহ সফটওয়ার, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও পারসোনাল কম্পিউটার থেকে বিপুল আয় করছে। গত শুক্রবারের কার্যদিবস শেষে মাইক্রোসফটের বাজার মূলধন দাঁড়ায় ৮৫ হাজার ১২০ কোটি ডলারে। সত্য নাদেলা ২০১৪ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটির বাজার মূলধন প্রায় তিনগুণ বেড়েছে।

অন্যদিকে গত আট সপ্তাহে অ্যাপলের বাজার মূলধন ২০ শতাংশ কমে গত শুক্রবার দিন শেষে দাঁড়ায় ৮২ হাজার ৬০০ কোটি ডলারে। একই সময় পর্যন্ত তৃতীয় স্থানে থাকা গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বাজার মূলধনের পরিমাণ ৭৬ হাজার ৩০০ কোটি ডলার।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা