• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শেখ তন্ময়ের প্রশংসায় রুবেল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। করোনাকালে স্থানীয় জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে তার একটি উদ্যোগ দারুণ প্রশংসা কুঁড়িয়েছে। ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ সেবার পর ‘ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গীকার’ -এই স্লোগান নিয়ে ৩ হাজার গর্ভবতী মায়ের স্বাস্থ্য সুরক্ষায় একমাসের পুষ্টিকর খাবার সরবরাহ করেছেন।

শেখ তন্ময়েরই নির্বাচনি এলাকার ছেলে পেসার রুবেল হোসেন। খুব কাছ থেকে এই সংসদ সদস্যের কার্যক্রমগুলো দেখেছেন জাতীয় দলের এই পেসার। ধারাবাহিকভাবে মানুষের প্রয়োজন মিটিয়ে যাওয়ায় নিজ এলাকার এই জনপ্রতিনিধিকে রুবেল প্রশংসায় ভাসিয়েছেন।

ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি টেলিভিশন সংবাদের লিঙ্ক শেয়ার করে রুবেল লিখেছেন, ‘আমাদের দেশের অবস্থা দিনে দিনে খারাপের দিকে অতিবাহিত হচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের বাগেরহাটের সবার প্রিয় মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় ভাই ধারাবাহিকভাবে যে মানবতার উদাহরণ দিয়ে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

তিনি আরও যোগ করে বলেছেন,‘‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই উদ্যোগের পরে তিনি আরও একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। তিনি এবার বাগেরহাটে তিন হাজার গর্ভবতী মায়ের একমাসের খাবারের দায়িত্ব নিয়ে এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করলেন।’’

যে রুবেল এভাবে প্রশংসা করেছেন, তিনিও কিন্তু বসে নেই।  করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় ক্রিকেটারদের মধ্যে সবার আগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে ঢাকার রাস্তায় নেমেছিলেন। নিজ জেলা বাগেরহাটে চিকিৎসা সরঞ্জাম প্রদানের পর নিজ বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া মওকুফসহ ৪৫০টি পরিবারকে খাদ্য সহায়তাও দিয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা