• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শেষ হলো নির্বাচনের প্রচার-প্রচারণা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা।

দেশজুড়ে গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৮ দিনের এই জমজমাট প্রচার শেষ হয় শুক্রবার সকাল ৮টায়। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার শেষ করেছে আওয়ামী লীগ ও মহাজোট।

জনসভা, পথসভা, মিছিল, গণসংযোগ করে ভোটারদের মন জয়ের সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে মাঠ গরম করে রেখেছিলেন নৌকার প্রার্থীরা। তবে মাঠের প্রচারে কিছুটা হলেও পিছিয়ে ছিল বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। সারাদেশে ক্ষমতাসীন মহাজোটের প্রার্থীদের ব্যাপক প্রচারের বিপরীতে ভোটের মাঠে ধানের শীষ কোথাও সরব ছিল, কোথাও ছিল নীরব।

এবার নির্বাচন ঘিরে প্রচারে এসেছে নতুনত্ব। পোস্টার, লিফলেট আর পথসভা, কর্মিসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করে ভোট চাওয়ার পাশাপাশি অনলাইনেও জমে ওঠে ভোটের লড়াই। আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে এবার বড় বহরে মাঠে নেমেছেন মুক্তিযুদ্ধের পক্ষের শিল্প-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের তারকারা। একটি আসনে নির্বাচন স্থগিত হওয়ায় ২৯৯টি আসনের সবগুলোতেই আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের জমজমাট প্রচার উৎসব দেখা গেছে।

এবার আওয়ামী লীগের প্রার্থীরা লড়ছেন ২৫৯ আসনে। মহাজোটের দ্বিতীয় বৃহত্তম শরিক জাতীয় পার্টির প্রার্থী সংখ্যা ২৫ জন। এ ছাড়া মহাজোট ও ১৪ দলের অন্য শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি ৫, জাসদ (ইনু) ৩, বিকল্পধারা ৩, তরীকত ফেডারেশন ২, বাংলাদেশ জাসদ ১ এবং জাতীয় পার্টি (জেপি) ১টি আসনে মহাজোটের হয়ে লড়ছে। নির্বাচনী প্রচারের শেষ দিনের মিছিল ও গণসংযোগ সবসময়ই বিশেষ গুরুত্ব পায় ভোটারের কাছে। এ দিন প্রার্থীরা চেষ্টা করেন, তার মিছিলটিই যেন সবচেয়ে বড় হয়, তার প্রচারই যেন সবচেয়ে আকর্ষণীয় হয়, আর ভোটাররা আগ্রহী হন তার প্রতি।

মিছিলের আকার দোদুল্যমান ভোটারের মন ঠিক করে- এমন কথাও প্রচলিত ছিল একসময়। তবে বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনে বিএনপির প্রার্থীদের প্রচারে এমন দৃশ্যের দেখা মেলেনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা