• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ষড়যন্ত্রের অভিযোগ : তিন সৌদি প্রিন্স আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

সৌদি আরবের রাজ পরিবারের তিন সিনিয়র সদস্যকে আটক করেছে সরকার। সৌদি বাদশাহ সালমানের ভাই ও ভাতিজাসহ তিন প্রিন্সকে আটক করা হয়েছে।

ষড়যন্ত্রের অভিযোগে তাদেরকে আটক করেছে সৌদি সরকার। শুক্রবার সকালে রাজরক্ষীরা তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। 

জানা গেছে, আটককৃত মধ্যে রয়েছেন বাদশাহ সালমানের এক ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুলআজিজ আল-সৌদ এবং ভাতিজা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

প্রিন্স নায়েফের ছোট ভাই প্রিন্স নাওয়াফ বিন নায়েফকেও আটকের কথা জানা গেছে। তারা বাদশাহ ও যুবরাজকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করছিলেন।

এদিকে, এই তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে কোন মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ । তবে অভিযোগ উঠেছে সিংহাসন পাকাপোক্ত করতেই যুবরাজ মোহাম্মদ সালমানের নির্দেশে তিন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা