• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সদরপুরে দোকান খোলা রাখায় ১৭ ব্যবসায়ীকে জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ফরিদপুরের সদরপুরে ১৭ ব্যবসায়ীকে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক মোটরসাইকেল চালককেও জরিমানা করা হয়।
শনিবার (০৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সজল চন্দ্র শীল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার জরুরি সেবার দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অথচ সেই নির্দেশনা অমান্য করে সদরপুর, বারৈর হাট ও সাড়ে সাতরশি বাজারের বিভিন্ন ব্যবসায়ী দোকান খোলা রাখেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৭ জন ব্যবসায়ী ও এক মোটরসাইকেল চালককে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা