• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সরকারী ভাবে বাগেরহাটের শিল্পিদের আর্থিক সহযোগীতা করা হয়েছে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ জুলাই ২০২০  

সরকারীভাবে বাগেরহাটের ২শ শিল্পিকে আর্থিক সহযোগীতা করা হয়েছে। করোনাকালীন দুর্যোগে ঘরে বসে সংগীত চর্চার আহবান জানানো হয়েছে।প্রতিটি উপজেলায় একটি শিল্পকলা ভবন তৈরী করার প্রস্তুতি নিয়েছেন সরকার।

বৃহস্পতিবার রাতে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর আয়োজনে প্রতিদিনের খবরা-খবর নিয়ে টকশো “ আজকের বাগেরহাট ” অনুষ্ঠানে বাগেরহাট জেলার সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একথা বলেন তিনি।

বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক খোন্দকার নিয়াজ ইকবাল এর সঞ্চালনায় অলোচনায় অংশ নেয় বাগেরহাট জেলা সাংস্কৃতিক অফিসার মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভপতি ডা.মোশাররফ হোসেন, অংকুর শিল্পি গোষ্ঠির শরনখোলা উপজেলার সাধারন সম্পাদক মো.আবু হানিফ, বাউল শিল্পি শেখ সাইফুল ইসলাম।

প্রতিরাত ৯টায় বাগেরহাট জেলার বিভিন্ন বিষয় নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি, শিল্পি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে অলোচনা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে অনুষ্ঠানটি জেলার মানুষের মাঝে ব্যাপক সাড়া যোগাতে সক্ষম হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা