• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সানস্ক্রিন লাগিয়ে ট্রলের শিকার জাকারবার্গ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক বিভিন্ন কারণে নানা সময় আলোচিত ও সমালোচিত হয়। যখনই ফেসবুক খবরের শিরোনাম হয়, তখন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠানতা মার্ক জাকারবার্গের নামও সামনে আসে। তবে এবার তার ব্যক্তিগত বিষয় নিয়েই ট্রল ও হাসাহাসি শুরু হয়েছে!

করোনাকালে হাওয়াই দ্বীপপুঞ্জের কাউআই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন মার্ক জাকারবার্গ। সেখানকার সমুদ্রে সার্ফিং করার আগে সূর্যের অতি বেগুনী রশ্মী থেকে বাঁচতে পুরো মুখে সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নেন। এক ফটোগ্রাফার তার সাদা মুখের ছবি তুলে ভাইরাল করে দেন। ব্যস, এই ছবি দিয়ে একের পর এক ট্রল করা হচ্ছে।

সার্ফিয়ের সময় জাকারবার্গ টাইট ফিটিং সোয়েটশার্টও পরেছিলেন। এ নিয়েও চলছে হাসাহাসি। ছবিটি এডিট করে কোনো কোনো ব্যবহারকারী তার কাপড়ও বদলে দিয়েছেন।

তবে দক্ষ সার্ফার এমিলি মিলারের মতে, সানস্ক্রিন মেখে ঠিক কাজই করেছেন জাকারবার্গ। হোয়াইট জিংক সম্বলিত সানস্ক্রিন ত্বককে যেভাবে সুরক্ষা দেয় তা প্রচলিত ক্রিমগুলো দেয় না।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা