• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিতে সক্রিয় পুলিশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

রাজধানীর সবচেয়ে ব্যস্ত সড়কগুলোও এখন প্রায় যানবাহনশূন্য। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিতে মূল সড়কগুলোতে সক্রিয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রাজধানী ঢাকার সেই চেনা রূপ এখন অপরিচিত। ব্যস্ত সড়কগুলোতেও যানবাহন চলাচল একেবারে সীমিত। খুব জরুরি কাজ ছাড়া কেউ বের হচ্ছেন না।

 

এর মাঝেও যারা হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা ভেঙে অযথা বের হচ্ছেন তাদের করা হচ্ছে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ। সদুত্তর না পেলে দেয়া হচ্ছে মামলা।

রাজধানীর ফার্মগেট, বারিধারা, উত্তরা, কুড়িল বিশ্বরোডের চৌরাস্তাসহ বিভিন্ন সড়কে চেকপোস্টে চলছে নিয়মিত কার্যক্রম। প্রখর রোদে রাস্তায় দাঁড়িয়ে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাই এখন জরুরি। এটা নিশ্চিত হলে সংক্রমণ থেকে রক্ষা পাবে মানুষ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা