• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সুন্দরবনে বাঘের আক্রমনের শিকার গরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ মে ২০২১  

সুন্দরবনে ঘাস খেতে গিয়ে বাঘের আক্রমনের শিকার হয়েছে  গরু। এলাকাবাসী  গরুটিকে উদ্ধার করে এনে জবাই করে মাংস ভাগাভাগি করে নেয় ।

এলাকাবাসী জানায়, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির সড়কিরখালকুল এলাকার বাসিন্দা শেক্সপিয়ার বালার একটি গরু রবিবার (২৩ মে) দুপুরের দিকে তার বাড়ী সংলগ্ন সুন্দরবনে ঘাস খেতে যায়। জঙ্গলে যাওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে গরুটিকে বাঘে ধরে। এ সময় গরুটির ডাক শুনে লোকজন ছুটে গিয়ে গরুটিকে উদ্ধার করে আনে, তখনও গরুটি জীবিত ছিলো। বাঘ গরুটির গলায় কামড়ে ধরে ছিলো। পরে বন থেকে গরুটি লোকালয়ে এনে জবাই করে ভাগাভাগি করে নেয়।

স্থানীয় ইউপি মেম্বর ফজলুর রহমান মল্লিক বলেন, আমরা বিকেলে ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম সন্ধ্যায় সেখান থেকে এসে শুনেছি শেক্সপিয়ারের গরুটি জঙ্গলে গেলে বাঘে ধরে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা