• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সেদিন তাইজুলই ৩৩৪ করতে পারত!

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ মে ২০২০  

শনিবার জাতীয় দলের চার ক্রিকেটারের সঙ্গে লাইভ আড্ডা দেন তামিম ইকবাল। সেখানে টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও তাইজুল ইসলামের সঙ্গে নানা বিষয়ে মজা করেন টাইগার ওয়ানডে অধিনায়ক। মজার পাশাপাশি অজানা অনেক বিষয় উঠে আসে তাদের এই আড্ডায়। সেখানে তাইজুল একাই এক ইনিংসে ৩৩৪ রান করতে পারতেন বলে মন্তব্য করেন তামিম।

ঘটনার পটভূমি চলতি বছরের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সেখানে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩৪ রান করেন তামিম। তবে সেই ম্যাচে ইস্ট জোনের হয়ে তামিম ইকবাল নন, ওপেনিংয়ে নামার কথা ছিল তাইজুল ইসলামের! 

এ বিষয়ে তামিম বলেন, ‘যে ম্যাচে আমি ৩৩৪ করলাম না? ওইদিন আমি আগেই মুমিনুলকে বলে দিসিলাম যে- মুমিনুল দিন শেষে তিন-চার ওভার থাকবে, আমি নামবো না। অন্য কাউকে নামাবি। তো ওইদিন তাইজুলের নামার কথা। তাইজুল আবার আগে থেকেই বলতেসে আরে ভাই ওপেনিংয়ে নেমে যাবো, সমস্যা নাই। এটা ব্যাপার নাকি?’

দেশসেরা ওপেনার যোগ করেন, ‘এখন সবকিছু সেট, আমি ড্রেসিংরুমে ঢুকে বলছি তাইজুল নাম। তো ও প্যাড-ট্যাড পরে আমার দিকে তাকায়ে আমারে জিজ্ঞেস করতেসে, ভাই আসলেই কি আমি যাবো? ভাই আসলেই কি আমি যাবো? দেখেই বোঝা যাচ্ছিল তার ভেতর খুব ভয় কাজ করতেসে। যাই হোক, তারপর তো আমি নামলাম। তুই যদি নেমে যাইতি তাইজুল তাইলে কিন্তু ৩৩৪ তুই করতি।’

মূলত দিনের শেষ দিকে কয়েক ওভার বাকি থাকায় নাইটওয়াচম্যান হিসেবে তাইজুল ইসলামের নামার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তামিমই নামেন। এরপর তার অনবদ্য ট্রিপল সেঞ্চুরির কথা তো সবারই জানা। অবশ্য জাতীয় লিগে নাইটওয়াচম্যান হিসেবে নামলেও জাতীয় দলের হয়ে নাইটওয়াচম্যান হিসেবে ওপেনারদের খেলতে দেয়া হয় না। এই বিষয়ে টেস্ট অধিনায়ক মুমিনুলের কাছে অনুযোগ করেন তামিম।

মজার ছলেই টাইগার ওয়ানডে অধিনায়ক বলেন, ‘রোহিত শর্মার সঙ্গে আমার কালকের ইন্টারভিউটা দেখছোস কি না জানি না। ওখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হলো টেস্ট ওপেনারদের জন্য নাইট ওয়াচম্যানের ব্যবস্থা করা। এখন তোরা ৩ নাম্বারে নাইটওয়াচম্যান দেস, আমাদের কি ব্যাটসম্যান ভাবোস না তোরা? আমাদের নাইটওয়াচম্যান দিবি না এটা কোন ধরণের কথা?’ 

জবাবে টেস্ট অধিনায়ক তামিমকে আশ্বস্ত করে বলেন, ‘অবশ্যই দিবো, আমি অবশ্যই দিবো। ইংল্যান্ড কয়েকদিন আগে টেস্ট খেলছে, তখন দেখলাম একটা ওপেনার নাইটওয়াচম্যান হয়ে খেলছে।’ 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা