• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সেনারা নিজেদের রেশন তুলে দিলেন অভুক্তদের হাতে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সব কিছু বন্ধ করে দিয়েছে সরকার। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। এ অবস্থায় নিজেদের রেশশের খাদ্য সহায়তা হিসেবে দিয়েছেন বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সোয়া ৯টায় নগরীর উত্তর কাউনিয়া এলাকায় কতিপয় মানুষের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন তারা। এ সময় সেনা কর্মকর্তারা জানান, সমাজের অনেক মানুষ আছেন বাসায় খাবার শেষ হয়ে গেলেও লোকলজ্জায় কাউকে কিছু বলতে বা চাইতে পারছেন না তাদের জন্য এ ব্যবস্থা।

ওইসব মানুষদের খুঁজে বের করে তাদেরকেও খাদ্য সহায়তা দেয়ার চেষ্টা করছেন সেনাসদস্যরা বলে জানান বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্ট বেঙ্গল ৬ পদাতিক ব্রিগেডের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল আবেদী হাসান।  তিনি আরো বলেন, এ পর্যন্ত এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে আর ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা