• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্বল্প পোশাকে নাচের ভিডিও, বিতর্কে নুসরাত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে ‘বিতর্ক’ শব্দটি। একদিকে তার বাবা করোনায় আক্রান্ত, অন্যদিকে করোনার তাণ্ডবে তার সংসদীয় এলাকার মানুষ নানা প্রতিকূলতার মধ্যে সময় পার করছেন। ঠিক এই সময়ে স্বল্প পোশাকে টিকটক ভিডিও তৈরি করে নেটিজেনদের রোষানলে পড়েছেন এই নায়িকা।

গত বৃহস্পতিবার টিকটকে একটি ভিডিও পোস্ট করেন নুসরাত। তাতে হটপ্যান্ট এবং ক্রপটপে নাচতে দেখা যায় তাকে। এটি তার #স্যাভেজ চ্যালেঞ্জের অংশ। শুধু তাই নয়, একই চ্যালেঞ্জ নিতে ট্যাগ করেন মিমি চক্রবর্তী এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে। তারপরই শুরু হয় বিতর্ক। কমেন্টেস বক্সে বইতে শুরু করে সমালোচনার ঝড়।

বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তার সংসদীয় এলাকা বসিরহাটের অন্তর্গত বাদুড়িয়ায় দিন কয়েক আগে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ হয়েছে—সেই পরিস্থিতিতে কী করে নিশ্চিন্তে টিকটক ভিডিও বানিয়ে যাচ্ছেন? তা নিয়ে প্রশ্ন তুলেন নেটিজেনরা।

একজন মন্তব্য করেছেন, ‘দেশের এই অবস্থা, তার মধ্যে আপনি এমন পোশাকে নাচছেন। আপনি না একজন এমপি?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘টিকটক করার সময় অনেক আছে ম্যাডাম। এবার একটু মানুষের পাশে দাঁড়ান।’ যদিও এই  বিতর্কের মাঝে এ পর্যন্ত ৫ লাখের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। এছাড়া ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

তবে নেটিজেনদের এমন সমালোচনার কোনো মুল্য নেই নুসরাতের কাছে। এসব নিয়ে ভাবেন না তিনি। বিন্দুমাত্র পাত্তা না দিয়ে শুক্রবার ফেসবুকে আরো একটি নাচের ভিডিও পোস্ট করেছেন নুসরাত। ভিডিওটির ক্যাপশনে লিখেন—একজন শিল্পীর কাজ বিনোদন প্রদান করে যাওয়া। হ্যাপি ট্রোলিং, ট্রোলারস।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা