• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বাগেরহাটে নারীদের পদযাত্রা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বাগেরহাটে নারীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা পরিষদের সহযোগীতায় ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর আয়োজনে বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকালে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়ে হযরত খানজাহানের মাজার মোড়ে এসে শেষ হয়।

বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল প্রধান অতিথি হিসাবে এ পদযাত্রার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার বকসি, রাখালগাছী ইউপি চেয়ারম্যান আবু শামীম আছনু, এ্যাড. লুনা সিদ্দিকী, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, উন্নয়ন কর্মী ঝিমি মন্ডলসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বাগেরহাট সদর উপজেলাসহ জেলার বিভিন্ন মহিলা সংগঠনের নেত্রীবৃন্দ এ পদযাত্রায় অংশ নেয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা