• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্বাস্থ্যবিধি না মানায় বাগেরহাটে একমাসে ৯ লাখ টাকা জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে বাগেরহাটে গত এক মাসে অভিযান চালিয়ে ৯ লাখ ২৮ হাজার ৭৭০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেলার নয়টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময়ে এক হাজার ৩৮১ জনকে ২৯২টি মামলা করা হয়।

বুধবার (০১ জুলাই) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। জুন মাস থেকে জেলার নয়টি উপজেলায় আমাদের ৩০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করেছে।

৩০ দিনে আমরা ২৯২টি মামলা এবং ১ হাজার ৩৮১ জনকে ৯ লাখ ২৮ হাজার ৭৭০ টাকা জরিমানা করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা