• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

হুয়াওয়ের ফাইভ-জি যন্ত্রাংশ নিষিদ্ধ যুক্তরাজ্যে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

যুক্তরাজ্যে ফাইভ-জি স্থাপনের যন্ত্রাংশ সরবরাহের কাজ হারিয়েছে হুয়াওয়ে। আগামী ৩১ ডিসেম্বরের পর যুক্তরাজ্যের কোনো মোবাইল অপারেটর চীনা কোম্পানিটির কাছ থেকে ফাইভ-জি যন্ত্রাংশ কিনতে পারবে না।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) এক মিটিংয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিজ জনসন হুয়াওয়ের ফাইভ-জি যন্ত্রাংশ নিষিদ্ধের প্রস্তাবনায় সাক্ষর করেন। মঙ্গলবার হাউজ অব কমন্সে দেশটির ডিজিটাল সচিব অলিভার ডাওডেন আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি জানান।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে হুয়াওয়ের যেসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে সেগুলো সরিয়ে নেয়ার জন্য ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো সময় পাবে ২০২৭ সাল পর্যন্ত। এর মধ্যেই হুয়াওয়ের সব সরঞ্জাম বাদ দেবে তারা। এ কাজে প্রায় ২ বিলিয়ন পাউন্ড খরচ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এ বিষয়ে হুয়াওয়ের মুখপাত্র জানিয়েছে, রাজনৈতিক প্রভাবে হুয়াওয়েকে নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাজ্যের ফোন ব্যবহারকারীদের জন্য এটি খারাপ সংবাদ। তবে যুক্তরাজ্যের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন সচিব মাইক পমপেও।

এর আগে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা ‘জিসিএইচকিউ’ চীনা প্রযুক্তি নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে। এর পরপরই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে দেশটি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা