• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

হোয়াটসঅ্যাপ ওয়েবেও ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা পেতে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন। খুব শিগগিরই ওয়েবে বায়োমেট্রিক সিকিউরিটি সুবিধা চালু করবে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

ওয়েবেটাইনফো’র এক প্রতিবেদনে বলা হচ্ছে, মোবাইলে সিকিউরিটি নিয়ে যে দলটি কাজ করেছে, তারাই ওয়েবে সুবিধাটি আনতে কাজ করছে। আপাতত বেটা হিসেবে ওয়েবে সুবিধাটি পরীক্ষা করছে সেই দলটি। সব কিছু ঠিক থাকলে তারা ব্যবহারকারীদের বেটা সংস্করণটি ব্যবহার করতে দেবে।

নতুন সুবিধাটি চালু হলে আরো দ্রুত এবং নিরাপদে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়েবে ব্যবহারের সময় একটা নির্দিষ্ট সময়কে সেশন ধরে ফিঙ্গার দিতে হবে। তখনই ওয়েবে আনলক হবে হোয়াটসঅ্যাপ।

তবে সিকিউরিটি হিসেবে ফেস আনলক সুবিধা চালু করবে কি-না এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে ওয়েবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে একটি কিউআর কোড স্ক্যান করতে হয়। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা