• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

২৪ ঘণ্টা না পেরোতেই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

২৪ ঘণ্টা না পেরোতেই এবার আধুনিক পদ্ধতিতে আয়োজিত এক বাল্যবিয়ে বন্ধ করলেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। গতকাল সোমবার দিবাগত রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী ছেলের সাথে ওই বিয়ের আয়োজন করা হয় বাকপুর গ্রামে। কলাতলা ইউনিয়নের বাকপুর গ্রামের সাদেরক মোল্লা তার মেয়ের (১৩) সাথে সৌদি প্রবাসী ছেলের বিয়ে আয়োজন করেছিলেন।

এর আগেই গতকাল দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কচুরিয়া গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করেন ইউএনও। এ সময় বিয়ে আয়োজন করার দায়ে কনের পিতা মোস্তফাকে নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে আজ মঙ্গলবার চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম জানান, কলাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এক লোকের মাধ্যমে তিনি সোমবার রাত ৮টার দিকে আধুনিক পদ্ধতিতে ওই বিয়ের খবর পান। বিষয়টি নিশ্চিত হয়ে কলাতলা ইউপি চেয়ারম্যানকে বিয়েটি বন্ধ করতে নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান রাত ১১টার দিকে মেয়ের বাড়িতে গিয়ে আয়োজিত বিয়ে বন্ধ করেন। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা