• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬ জনের তিনজন ঢাকার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৬ জন মারা গেছেন। এদের মধ্যে তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালীর বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী।

শুক্রবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ জনে পৌঁছালো।

আরো পড়ুন : করোনা যুদ্ধে ইতালিতে শতাধিক ডাক্তার-নার্সের মৃত্যু

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৪ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এর মধ্যে পুরুষ ৬৯ জন ও মহিলা ২৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩৭ জন ও নারায়নগঞ্জে ১৬ জন ও বাকিদের সারাদেশ থেকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা