• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিলেন ভাইজান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

করোনাভাইরাসে আক্রান্ত আজ পুরো বিশ্ব। মৃত্যুর শোকে মুহ্যমান ইতালি, চীন, স্পেন, আমেরিকাসহ বিশ্বের নানা দেশ।

অনেক দেশেই চলছে লকডাউন। যথারীতি ভারতেও চলছে ২১ দিনের লকডাউন। সরকারকে সহায়তা দিতে এগিয়ে আসছেন দেশটির অনেক তারকা। কেউ দিচ্ছন নগদ টাকা। কেউ বা আবার অন্য কোনো উপায়ে বড় কোনো ভূমিকা পালন করছেন।

বলিউড ভাইজান সালমান খান নিলেন ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব। এমনটাই খবর ভারতীয় গণমাধ্যমের। ২১ দিনের লকডাউনের জেরে ক্ষতিগ্রস্থ হবেন সিনেমার জুনিয়র টেকনিশিয়ানরা। যারা কিনা সিনেমার সেটে দিনরাত খেটে পরিচালকের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেন। আর তাই সেসমস্ত স্পটবয়, সেটের দিনমজুরদের সমস্যার কথা চিন্তা করে এগিয়ে এসেছেন সালমান খান।

এই সুপারস্টারের মানবিক সংস্থা ‘বিইং হিউম্যান’ থেকে বিষয়টি দেখাশোনা করা হবে। দেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ওইসব দিনে এনে দিনে খাওয়া লোকদের খাবার, স্বাস্থ্যসেবা দেয়া হবে বলে জানা গেছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা