• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

৩ দিনের ছুটি নিয়ে একমাস উধাও শিক্ষিকা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ মার্চ ২০২০  

বাগেরহাটের শরনখোলা উপজেলার মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামস্ জেরিন শাওন ৩ দিনের ছুটি নিয়ে একমাস ধরে বিদ্যালয়ে অনুপাস্থিত রয়েছেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের অন্য শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়াল জানান, শামস্ জেরিন শাওন ২০১৬ সালের ১৪ জানুয়ারি  শরনখোলা উপজেলার  মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (শাখার) শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি গত ১০ ফেব্রুয়ারি ৩ দিনের ছুটি নেন। এরপর  থেকে একমাস ধরে  তিনি স্কুলে আসছেন না। আমি ফোনে যোগাযোগ করলেও তিনি আজ-কাল করে এ পর্যন্ত আসেন নি। তাই বাধ্য হয়ে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি এবং তার হাজিরার স্থলে লাল কালি দিয়ে দাগ টেনে রেখেছি। 

এ বিষয়ে শিক্ষিকা শাওন বলেন, আমি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় ভর্তি হয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছাতে দেরি হওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি আমি প্রধান শিক্ষককে জানিয়েছি। যদি বিষয়টি এখন তিনি অস্বীকার করেন তা অত্যন্ত দুঃখজনক।  

শরনখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে শাওনকে ফোন করা হয়েছে। তিনি উচ্চ শিক্ষার জন্য ভর্তি হওয়ায় স্কুলে অনুপস্থিত। তবে তার কাছে ভর্তির কাগজপত্র চাওয়া হয়েছে। দিতে ব্যর্থ হলে তার বিরুদ্বে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা