• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

৩৯৩ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করল শরণখোলা সরকারি কলেজ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজ উপজেলার ৩৯৩ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে। কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই নামফলক উন্মোচন করেন যুদ্ধকালীন ভারতের পশ্চিম বাংলার বশিরহাটের নৈহাটী ক্যাম্প ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন। এসময় কলেজ থেকে প্রকাশিত দেয়াল পত্রিকা ‘অন্বেষণ’ এরও উদ্বোধন করেন তিনি।

মঙ্গলবার সকাল ১১টায় কলেজ অধ্যক্ষ মো. নূরুল আলম ফকিরের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, সহকারী কমান্ডার আবু জাফর জব্বার, মুক্তিযোদ্ধা শেখ শামসুর রহমান, হারুন অর রশিদ এবং হুমাউন কবির।

এছাড়া শিক্ষকদের মধ্যে কলেজের সহাকারী অধ্যাপক আমিনুল ইসলাম মামুন ও শিক্ষকনেতা বদরুজ্জামান বক্তৃতা করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা