• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

৫৬ বছরের পুরনো রেকর্ডে এসি মিলান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০  

চলতি শতকের শুরু থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে ইতালির ঐতিহাসিক ক্লাব এসি মিলানের যশ, প্রতিপত্তি ও সাফল্য। ইউরোপিয়ান ফুটবলে এখন আর আগেই সেই আধিপত্য নেই ইতালির রাজধানী ক্লাবটির। তবে চলতি মৌসুমের শুরুটা আশা জাগানিয়া করেছে মিলান।

শুধু নিজেদের দেশের ঘরোয়া টুর্নামেন্ট ইতালিয়ান সিরি 'আ'তে নয়, ইউরোপিয়ান প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগেও দুর্দান্ত সূচনা করেছে তারা। নিজেদের প্রথম ম্যাচে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে হারিয়েছে ৩-১ গোলে, ফিরিয়ে এনেছে ৫৬ বছরের পুরনো এক রেকর্ড।

বৃহস্পতিবার রাতে সেল্টিকের মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচে মাত্র ছয়বার আক্রমণে উঠেছে এসি মিলান, লক্ষ্যে রাখতে পেরেছে ৩টি শট। সেই তিনটি থেকেই গোলের দেখা পেয়েছে স্টেফানো পাওলির শিষ্যরা। অন্যদিকে একের পর এক নিষ্ফলা আক্রমণই করে গেছে স্বাগতিকরা।

যার ফলে এসি মিলান পেয়েছে ৩-১ গোলের জয়। তাদের পক্ষে গোল তিনটি করেছেন র‍্যাড ক্রুনিক, ব্রাহিম ডিয়াজ ও জেনস পিটার হগ। সেল্টিকের পক্ষে একটি গোল শোধ দিয়েছেন মোহাম্মদ এলোনুসি। সেল্টিকের বিপক্ষে এ জয়ের সুবাদে ফিরে এসেছে মিলানের ৫৬ বছরের পুরনো কীর্তি। ক্লাবের ইতিহাসে ১৯৬৪ সালের পর এবারই প্রথম দশ বা তার বেশি ম্যাচে ২ বা ততোধিক গোল দেয়ার রেকর্ড গড়ল তারা। সবশেষ গত জুলাই মাসে আটলান্টার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। এরপর থেকে ন্যুনতম ২ গোল দিয়েছে প্রতিটি ম্যাচেই।

এসি মিলানের এমন কীর্তির দিনে ইউরোপা লিগে জয় পেয়েছে সব বড় দলগুলো। সিভাসপোরকে ৫-৩ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল, এলএএসকের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে টটেনহ্যাম, জরিয়া লুহান্সকে ৩-০ গোলে হারিয়েছে লিস্টার সিটি, স্পার্তা প্রাগের বিপক্ষে লিলের জয় ৪-১ গোলে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা