• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

৮ বছর পর ‘শনির দশা’ কাটল ডিপজল-মৌসুমীর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

জনিপ্রয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমা আট বছরের চড়াই-উৎরাই পেড়িয়ে শনির দশা কাটিয়ে অবশেষে বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল। সেন্সর বোর্ডের একটি একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
 

২০১০ সালে এই জুটি ‘সৌভাগ্য’ নামে সিনেমার কাজ শুরু করেন। ২০১২ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সিনেমাটি নির্মাণ করছেন  এফ আই মানিক। নির্মাণ শেষে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য একাধিকবার পদক্ষেপ নিয়েও তা আর হয়ে উঠেনি। এর মধ্যে প্রায় ৮ বছর কেটে গেছে। আট বছর পর সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়ে গেল সপ্তাহে। এরপর সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখে বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেন। 

এফ আই মানিক  বলেন, ‘‘সৌভাগ্য” সিনেমাটির কাজ অনেক আগেই শেষ হয়েছিল। কাজ শেষ করার পর বিভিন্ন কারণে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া সম্ভব হয়নি। অবশেষে মুক্তির জন্য আইনি সবধরণের প্রক্রিয়া শেষ হলো। সবকিছু গুছিয়ে খুব শিগগির সিনেমাটি মুক্তি দিব।’’

ডিপজল বলেন, ‘সৌভাগ্য’ সিনেমার গল্পটা অনেক সুন্দর। এছাড়া এফ আই মানিক বাংলাদেশের গুণী নির্মাতা। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সৌভাগ্য সিনেমার পর আরও দুটি সিনেমা আমার আছে। সেই সিনেমা দুটিও আমি সেন্সরে দেব। আমি আর ছবিগুলো আটকে রাখবো না। সংকট সময়ে সিনেমাগুলো মুক্তি দেওয়া খুবই গুরত্বপূর্ণ। 

মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে ‘সৌভাগ্য’ সিনেমা। এতে আরও অভিনয় করেছেন—কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা