• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সিইও পাচ্ছে ১৯৪ পৌরসভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ জুন ২০২১  

দেশের ১৯৪ পৌরসভার কাজের গতি বাড়ানো, জনদুর্ভোগ কমানো ও আয় বাড়াতে প্রশাসন ক্যাডার থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিচ্ছে সরকার।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌরসভায় প্রধান নির্বাহীর অভাবে আয়ের উৎস থাকলেও আয় বাড়ছে না। এছাড়া প্রশাসনিক বিভিন্ন কাজে বিঘ্ন হচ্ছিল। পৌরসভার অধিকাংশ কাজ শৃঙ্খলায় আনতে সিইও নিয়োগের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, মেহেরপুর ও কক্সবাজার পৌরসভায় সরকারের সহকারী কমিশনার পদের দুই কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। ধাপে ধাপে দেশের ৩২৮ পৌরসভার মধ্যে ১৯৪টি ‘ক’ শ্রেণির পৌরসভায় প্রধান নির্বাহী পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হবে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এ বলা হয়েছে, সরকার নির্ধারিত শর্তে পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তার অধীনে থাকবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা