• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনাভাইরাস : বাগেরহাটে প্রস্তুত হাসপাতালের ২৯ শয্যা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

বাংলাদেশে করোনাভাইরাসের রোগী সনাক্তের পর তা মোকাবেলায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের প্রেস ব্রিফিং বলা হয়, দেশের দ্বিতীয় সমুদ বন্দর মোংলায় বিশেষ টিম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের সনাক্তে কাজ করছে। প্রস্তুত রাখা হয়েছে বাগেরহাট জেলা সদর ও ৮টি উপজেলায় হাসপাতালে ২৯ বেড। একই সাথে জেলা সদরে ২ শত বেড ও প্রতিটি উপজেলায় ১ শত বেডের একটি করে কোয়ারেন্টন সেন্টার করা হয়েছে। 

ওয়ার্ড হেরিটেজ সাইট ষাটগুম্বজ মসজিদ, হযরত খানজাহান (র:) মাজার ও সুন্দরবনে পরিদর্শনে আসা বিদেশি পর্যটকদের বিষয়ে অতিরিক্ত সর্তকতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। মোংলা বন্দরে আসা ফিলিপাইনের নাগরিক ৩ নাবিককের উচ্চমাত্রার জ্বর-সদিকাশি থাকায় ইতিমধ্যে তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টন সেন্টারে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে তাদের শরীরে এখনো করোনাভাইরাস শনাক্ত হয়নি।

প্রেস বিফিংয়ে বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমাউন কবির জানান, করোনাভাইরাস সক্রান্ত বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসককে প্রধান করে ১১ সদস্যের কমিটি কাজ করছে। জনসমাগম এড়িয়ে চলা, হাছি কাশি দিলে মাস্ক বা রুমাল ব্যবহারসহ বাইরে থেকে ফিরে ডিটারজেন দিয়ে ভালো ভাবে হাত ধোয়াসহ আতংকগ্রস্ত না হয়ে প্রয়োজনে স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগের পরামর্শ দেন তিনি। 

বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে এই প্রেস বিফিংয়ে অন্যানের মধ্যে বাগেরহাট জেলার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. হারুন ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রদীপ বকসিসহ বাগেরহাট জেলা সদরে কর্মরত সংবাদকর্মীরা উপস্তিত ছিলেন।   

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা