• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ২৮ নেতা কর্মী পুলিশ হেফাজতে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

বাগেরহাটে জেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় হট্টোগোল ভাংচুর। জেলা আহবায়ক এ টি এম আকরাম হোসেন তালিমসহ অন্তত ২৮ নেতা কর্মী পুলিশ হেফাজতে। শনিবার বেলা এগারোটায় শহরের জেলা বিএনপি কার্যালয়ে আহবায়ক কমিটির সভা শুরু হয়।

সভা শুরুর পরপর সভার সভাপতি এটিএম আকরাম হোসেন তালিম সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা শুরু করলে বর্তমান আহবায়ক তালিম গ্রুপের সাথে সাবেক জেলা বিএনপি সভাপতি এম এ সালাম গ্রুপের নেতা কর্মীরা বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতি ও চেয়ার ছোড়া ছুড়ি ও ভাংচুর শুরু হয়ে সভা পন্ড হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছালে নেতা কর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্র ভঙ্গ হয়ে যে যার মতো পালিয়ে যায়।

এসময় ঘটস্থল থেকে পুলিশ জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, শেখ কামরুল ইসলাম গোরা, সরদার অহিদুল ইসলাম পল্টু, ড:শেখ ফরিদুল ইসলাম, মোল্লা ইসহাক আলীসহ অন্তত ২৮ নেতা কর্মীকে ডিবি পুলিশ ও বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের গাড়িতে করে বাগেরহাট মডেল থানায় পুলিশ হেফাজতে রেখেছে। এ বিষয়ে একাধিক বার চেষ্টা করে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা