• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আইজিপির স্ত্রী পরিচয়ে কনস্টেবল নিয়োগে চাপ, স্বামীসহ গ্রেফতার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে কনস্টেবল নিয়োগে তদবিরের অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রুমা আক্তার। এই ঘটনায় তার (রুমার) স্বামী আসলাম মিয়াকেও গ্রেফতার করেছে পুলিশ। রুমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটে।

বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশ কনসটেবল নিয়োগে রুমা নামের ওই নারী পুলিশ প্রধানের স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় তদবির করছিলেন। গত ৭ নভেম্বর দুপুরে তিনি টাঙ্গাইলের পুলিশ সুপারকে ফোন দেন। এসময় নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে পুলিশের কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন। এছাড়া এসএমএসে (খুদে বার্তায়) ওই প্রার্থীর তথ্য পাঠান।

এ ঘটনার বিস্তারিত জানিয়ে জেলা পুলিশ সদর দপ্তরকে অবহিত করে। এসময় সদর দপ্তরের এলআইসি শাখা ও প্রযুক্তি বিশ্লেষণ করে জানতে পারে এই নারী প্রতারণার সঙ্গে জড়িত। পরে ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজার ঘাটারচর এলাকায় তার (রুমা) অবস্থান শনাক্ত করে। ১১ নভেম্বর রাত নয়টার দিকে ঘাটারচর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুমা ও তার স্বামী আসলাম মিয়াকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা