• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের সেবার মানোন্নয়নে পরামর্শ সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩  

টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে।

২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দার এর সভাপতিত্বে এবং টিআইবি‘র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার। আন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, এসিজি সমন্বয়কারী রেহেনা পারভীন, সহ-সমন্বয়কারী, মিথুন সরদার, সদস্য ইতিকা পাল, ইসরাফিল সরদার প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর সেবারমান পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেলেও জনবল সংকটে কাঙ্খিত সেবাপ্রদান ব্যহত হচ্ছে। পরামর্শ সভায় পরিস্কার পরিচ্ছন্ন বেড, জরুরী বিভাগে সেবাপ্রদান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্তৃক রোগীদের হয়রানি না করা, টিকেট কাউন্টার বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দার বলেন, জনবল সংকট রয়েছে। প্রতিদিন সহস্রাধিক মানুষ এই হাসপাতাল থেকে সেবা নিচ্ছে। টিকেট কাউন্টারে ভীড় এড়াতে ছয়টি টিকেট কাউন্টার এবং তিনটি ফার্মেসী খুব শীঘ্রই চালু করা হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। সকলের সহযোগিতায় ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর সেবারমান আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা