• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটের যুগীডাঙ্গা কৃষক মাঠে শস্য কর্তন মাঠ দিবস

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে যুগীডাঙ্গা কৃষক মাঠে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেড স্মাট এগ্রিকারচার এক্টিভিট (সিএসএ) প্রকল্পের মাধ্যমে ব্রি-ধান-৮৭ এর শস্য কতৃন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। খানপুর ইউনিয়নের যুগীডাঙ্গা কৃষক মাঠে এই শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তন্ময় কুমার দত্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ব্রি-ধান-৮৭ এর শস্য কতৃন ও মাঠ দিবস অনুষ্টানের শুভ উদ্ভোধন করেন।

কৃষক নেতা চিন্ময় কুমার দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আইএফডিসি ও সিএসএ এর ফিল্ড অফিসার কৃষিবিদ আবু জাফর মোঃ নুর নবী, জুনিয়র সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হাসান। কম্পিউনিটি ফোরাম ডিভালেপমেন্ট সেন্টার অফিসার কৃষিবিদ পল্টু রঞ্জন কর্মকার এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার দেবব্রত কুমার মন্ডল, কৃষকনেতা মোঃ রফিকুল ইসলাম মোড়ল, বিপ্রজিৎ নন্দী, আব্দুল মান্নান, কুলসুমা বেগম ও মিনতী রানী কুন্ডু প্রমুখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা