• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩  

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা  হতদরিদ্র পরিবারের শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা  হয়েছে।  

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

এ সময় এক বছর বয়সী ৬৮ জন শিশুকে নতুন পোশাক দেওয়া হয়। পোষাক পেয়ে খুশি শিশু ও শিশুদের অভিভাবকরা।  
এ সময় বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া পারভীন, বাগেরহাট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিয়াউল আদনান রুমেল, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ, মাহানূরমীম,পাভেল হোসেন, মো. নাঈম উপস্থিত ছিলেন।  

মানবিক সহায়তাকারী ব্যবসায়ী সাব্বির আহমেদ রনি বলেন, অনেক হতদরিদ্র শিশুরা প্রয়োজনীয় পোশাক কিনতে পারে না। আমরা উদ্যোগ নিলাম হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে এ রকম কিছু শিশুদের নতুন পোশাক উপহার দেওয়ার। বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ ভাই আমাদের সহযোগিতায় সাড়া দেন। আমরা কয়েকজন তরুণ মিলে উদ্যোগ নিয়ে থাকি এই পোশাক বিতরণের। আমাদের মতো যদি অন্যরাও এগিয়ে আসেন, তাহলে পিছিয়ে পড়া মানুষেরা সামনের দিকে এগিয়ে আসতে পারবে।

আহমেদ রনি বলেন, তরুণপ্রজন্মের কাছে ছোট উদ্যোগগুলোই এক সময়ে বড় আকারের রূপ নেবে বলে আশা করি। আজ আমাদের এই পথ চলা আগামীতে বড় পরিবর্তন আনতে চেষ্টা করবে।

বাগেরহাট হাসপাতালের আরএমও ডা. জিয়াউল আদনান রুমেল বলেন, পৌষ মাসের প্রথম দিনেই তরুণ যুবকদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শীতকালে যে সব শিশুরা পোশাক পেয়েছে, তারা আসলে গরীব। এভাবে যদি বিভিন্ন বিত্তশালীরা গরিব, অসহায় মানুষের এসে দাঁড়ান তাহলে সমাজের চিত্রটা বদলে যাবে।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা