• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আন্তর্জাতিক অভিবাসী দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩  

“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপ্র্রলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালযয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্র্ররে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অধ্যাপক বুলবুল কবির, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ, মাওলানা রুহুল আমিন খান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশী নাগরিকদের বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার খুবই আন্তরিকতার সাথে কাজ করছেন। সরকারের সহযোগিতায় অনেকেই বিভিন্ন রাষ্ট্রে গমন করে রেমিটেন্স যোদ্ধা হয়েছেন। তারপরও কিছু মানুষদের দালালদের মাধ্যমে বিদেশ গমন করেন। দালালদের মাধ্যমে বিদেশ যেয়ে বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছেন। বিদেশ যাওয়ার জন্য দালাল না ধরে সরকারি ভাবে যাওয়ার জন্য অনুরোধ করেন বক্তারা।

র‌্যালী ও আলোচনা সভায়, বিভিন্ন শ্রেনি প্র্রেশার মানুষের প্র্রাশাপ্র্রাশি অভিবাসন প্রত্যাশীরা অংশগ্রহন করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা