• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

খুলনায় শিশুর মরদেহ উদ্ধার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ নভেম্বর ২০১৯  

খুলনায় মাটিতে পুঁতে রাখা আদনান বাবু (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির দেহে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। বাবু স্থানীয় নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু নিখোঁজ হয়। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বাড়ির পাশের একটি গর্তে পুতে রাখা অবস্থায় বাবুকে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাবুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ও ঘাড় ভেঙে দেওয়া হয়েছে।

নিহত বাবু খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাদাল গ্রামে জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জানা গেছে, বাবু মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি। পরে তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। এরপর গ্রামবাসী বাবুদের বাড়ির ২০০ গজ দূরে একটি ঘেরের ভেড়িতে নতুন মাটি কাটা দেখতে পায়। সন্দেহবশত সেখানে দুই ফুট মাটি খুঁড়লে বাবুর মরদেহ পাওয়া যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার আশপাশের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা