• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে, কেসিসি কর্মচারী সাময়িক বরখাস্ত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

খুলনা মহানগরীকে যানজটমুক্ত ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ইজিবাইক চলাচলে লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে চলছে লাইসেন্স ফরম বিক্রি। এ কার্যক্রমের তৃতীয় দিনে বুধবার (২৩ জানুয়ারি) চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে কেসিসির এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন কেসিসির কর আদায় শাখার কর্মচারী আলমগীর হোসেন।

কেসিসির সচিব মো. আজমুল হক বলেন, ‘কর্মচারী আলমগীরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নিজেই বিষয়টি হাতেনাতে ধরেন।’

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে ইজিবাইকের লাইসেন্স ফরম বিক্রি শুরু করেছে কেসিসি। যা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিনি সকাল সাড়ে ৯টা থেকে নগরভবনের ভিতরে ও সামনে ইজিবাইক চালকরা ফরম নিতে ভিড় জমাচ্ছেন। এ জন্য নগরভবনের বাইরে ইজিবাইক চালকদের দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে। ১০/১২ জন করে চালক একেক বার নগরভবনে প্রবেশ করেন। তারা ফরম সংগ্রহ করে বের হওয়ার পর আবার নতুন করে ১০/১২ জনকে নগরভবনের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ২১ জানুয়ারি ফরম বিক্রির প্রথম দিনে ২৭৪টি ফরম বিক্রি হয়। দ্বিতীয় দিন ২২ জানুয়ারি ফরম বিক্রি হয় ৭৮৯টি ফরম। তৃতীয় দিন ২৩ জানুয়ারি ৯১৭টি ফরম বিক্রি হয়। এ নিয়ে তিন দিনে ১ হাজার ৯৮০টি ফরম বিক্রি হয়েছে।

কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার এস কে এম তাছাদুজ্জামান জানান, ১০ হাজার ফরম বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফরম বিক্রি শেষে যাচাই-বাছাই করে মেয়র প্রকৃত মালিক-চালকদের মধ্যে ইজিবাইক চলাচলের অনুমতিপত্র দিবেন। ওই পত্র দেখিয়ে নগরীতে বিনা বাধায় ইজিবাইক চলাচল করতে পারবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা