• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মন্দিরে পূজা দিতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১  

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ওই গ্রামের মৃত সুখরঞ্জন কবিরাজের ছেলে সুনিল কবিরাজ (৭০) ও তার স্ত্রী পুষ্প রানী (৬৫)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে সুনিল কবিরাজ ও তার স্ত্রী পুষ্প রানীকে নিয়ে একা বাড়িতে থাকতেন। ঘটনার দিন পুষ্প রানী বাড়ির মন্দিরে পূজা দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। স্থানীয়দের ধারণা, স্ত্রীকে বাঁচাতে গিয়ে সুখ সুনিল কবিরাজও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

দশমিনা থানার এসআই আবির জানান, মন্দিরের কাঁচিগেটেই বিদ্যুতায়িত  হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুষ্প রানীর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। সুনিল কবিরাজ-পুষ্প রানী দম্পত্তি একা বাড়িতে থাকতেন। ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা